শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
অপ্রত্যাশিত কিছু  ঘটে যাওয়া মানে জীবন থমকে যাওয়া নয়
জিনাত সুলতানা

অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়া মানে জীবন থমকে যাওয়া নয়

জিনাত সুলতানা
প্রকাশের সময় : November 17, 2021 | সমস্যা ও সম্ভাবনা

মানুষের প্রতারণা, অপ্রত্যাশিত দূর্ঘটনা সবই আপনার জীবনের অংশ। এর কোন একটা আপনার সাথে ঘটে যাওয়ার মানে এই নয় যে আপনার জীবনটা এখানেই থমকে যাবে।
কিন্তু এমন ঘটনার পরে নিজের সাথে পেরে ওঠাটাই যেন অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এই সময়গুলোতে সবার আগে নিজেকে ভালোবাসা ও নিজেকে সময় দেওয়া এবং নিজেকে মূল্যায়ন করা প্রয়োজন। অথচ আমরা করি ঠিক এর বিপরীত কাজটি! যা আমাদের দমিয়ে রাখতে এবং পিছিয়ে দিতে অনেক বেশী সাহায্য করে।

আসল ব্যাপারটি হচ্ছে, ঘটনা অথবা দূর্ঘটনা যেটিই হোক না কেন সেখানে আপনার কোন হাত নেই একেবারেই!
নিজেকে সবক্ষেত্রে ‘দোষী’ অথবা ‘সকল সমস্যা নিজের মধ্যে’ এমন ভাবনা গুলো ঝেড়ে ফেলুন। নিজেকে সময় দিন ও গুছিয়ে নিন এবং উঠে দাঁড়ান নিজের জন্য ও নিজের ভবিষ্যৎ এর জন্য। তাহলে দেখবেন কি সুন্দর আগামী অপেক্ষা করছে আপনার জন্য।