শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
শিক্ষার্থীদের কৃষিকাজ-মাছচাষ-বনায়ন শেখাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ
শিক্ষার্থীদের কৃষিকাজ-মাছচাষ-বনায়ন শেখাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ

শিক্ষার্থীদের কৃষিকাজ-মাছচাষ-বনায়ন শেখাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ

প্রতিষিদ্ধ ডেস্ক
প্রকাশের সময় : March 09, 2024 | ঢাকা

দেশে প্রথমবারের মতো সহশিক্ষা সংক্রান্ত কর্মশালা ও তাঁবুবাস কর্মসূচি বাস্তবায়ন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘দেশ গড়ি’ শীর্ষক স্লোগান সামনে রেখে সম্প্রতি থেকে পঞ্চগড়ের দেবিগঞ্জে চার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সম্প্রতি চালু হওয়া এ বিশেষ কর্মসূচি ও তাঁবুবাসে আসা শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, উদ্ভাবন, মেন্টাল হেলথ, ক্যারিয়ার কাউন্সেলিং, বনায়ন, কৃষিকর্ম, পুকুর খনন, মাছ চাষ, হাইকিং, কর্মজীবন অনুসন্ধান বিষয়ক কর্মসূচিতে অংশ নেয়া যাবে।

প্রথম পর্বে অংশগ্রহণ করছেন রংপুর বিভাগের নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা থেকে ৬১টি কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকসহ এ কর্মসূচিতে প্রায় ৭শ’ জন।

৭ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর শিক্ষার্থীদের নিয়ে ৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে শিক্ষার্থীদের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শোনানো হয়। এরপর ওই ভাষণের ওপর বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে চাই স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক তৈরিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাগত বক্তব্য রাখেন এ কর্মসূচির প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ। এতে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক রবিউল হকসহ স্থানীয় কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীরা।

 

প্রতিষিদ্ধ/এমএম