শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম।
রবিবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে দায়িত্ব দেয়ার বিষয়টি জানানো হয়। এ প্রজ্ঞাপন স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থায়ীভাবে মাউশির নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে কর্মরত এ বি এম রেজাউল করীমকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা (আয়ন-ব্যয়ন ক্ষমতা) নির্দেশক্রমে দেয়া হলো।
আরো দেখুন:
নতুন শিক্ষকদের যোগদানে ঘুষ চাইলে যা করবেন
প্রতিষিদ্ধ/এসএম