শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
সুবোধা ফিরে এসেছে 
ফারুক আস্তানা 

সুবোধা ফিরে এসেছে 

ফারুক আস্তানা 
প্রকাশের সময় : September 01, 2024 | রাজনীতি

আমরা সর্বক্ষেত্রে রাজনীতির এক ভয়ংকর রকমের কুফল পাচ্ছি৷ সমাজের যতদিক আছে সবকিছু পরিচালিত হয়েছে ক্ষমতার দম্বে। বিবেকের কোন রকম চর্চা ছিলো না। শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক। এলাকার বড় সাথে ছোটদের সম্পর্ক। ইমামের সাথে মুসল্লির সম্পর্ক। কর্তার সাথে কর্মচারির সম্পর্ক। 

সবকিছু বিবেচিত হয়েছে রাজনৈতিক পরিচয়ে। বিএনপি জামায়াত হলে আপনার সামাজিক মর্যাদা ছিলো না।  বিএনপি জামায়াত হলে কথা বলার অধিকার ছিলো না।  আইনী সুরক্ষা পাওয়া সহজ ছিলো না। আপনার সাথে অন্যায় হয়েছে,  চুপ করে ঘরে বসে থাকতে হয়েছে। সর্বপুড়ি সমাজে ভালো মানুষের জন্য সব রাস্তা বন্ধ হয়ে গিছিলো। ঢাকার দেয়াল লিখন কি মনে আছে, সুবোধ তুই পালিয়ে যা। 

সুবিধা যখন পালিয়েছে তখন অন্যদের মতো
শিক্ষকদের একটি অংশ অনিয়ম দুর্নীতির সুযোগ নিয়েছে। তারা রাজনৈতিক নেতাকর্মীদের মতো চিন্তা করেছেন। গা ভাসিয়ে দিয়েছিলেন।
ভাবছেন তারা দেশে চিরদিনের জন্য ক্ষমতায় থাকবেন। লাগামহীন বেলেল্লাপনা চলতে থাকবে।

তাদের কেউ প্রশ্ন করবেন না। তাদের অভিযোগের মুখোমুখি হতে হবে না। তারা শিক্ষিত হয়েও নির্বোধের মতো ক্ষমতায় ঘা ভাসিয়েছেন।  সামাজিক মাধ্যমে দেখেছি শিক্ষিক শ্রেনী কক্ষে রাজনৈতিক স্লোগান দিয়ে শিশুদের চিৎকার শ্রেণী কক্ষ গরম করে ফেলেছেন।  কলেজ বিশ্ববিদ্যালয় গুলোতে যেসব শিক্ষক রাজনৈতিক তাদের চরিত্র কেমন তা গত ষোল বছরে যারা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করে ক্ষমতাশীনদের বিরোধী মত প্রকাশ করেছে বা সাধারণ শিক্ষার্থীদের সাথে কেমন আচরণ করেছে তা বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্রছাত্রীরা বলুক। তাদের চরিত্র ভয়াবহ। প্রক্টরদের আমরা দেখেছি তারা কেমন ব্যবহার করে। 

ক্ষমতার কালিমা শিক্ষকদেরও  ছাড়েনি  ইচ্ছা অনিচ্ছায় অনিয়ম দুর্নীতি তারাও  করেছেন অপমান অপদস্ত নয় তাদের বিভাগীয় শাস্তি দিন বা  প্রচলিত আইনের মুখোমুখি করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে তাদের সম্মানজনক শাস্তি দেয়া যেতে পারে। 


সুবোধ এখন ফিরে এসেছে।  সুবুদ্ধি দিয়ে সমাজ সংস্কার করতে হবে।  প্রতিশোধ নয় অপরাধ বিবেচনায় সংশোধন হতে সুযোগ দিন।  আইন নিজের হাতে তুলে নিবেনা এটা পুরনো কথা।  কিন্তু  নতুন করে বলতে হবে। হুটহাট শাস্তি দিয়ে দিলে বড় অপরাধীও পাড় পেয়ে যাবে। আগে অপরাধের তালিকা করুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করুন।  সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, দমন, নিপিড়ন হয়েছে। সমাজের প্রতিটি ভোক্তভোগী মানুষদের সহযোগিতা করুন।  দায়ী লোকদের খুঁজে বিচারের মুখোমুখি করুন।  আইন নিজের হাতে তুলে নিবেন না। কারণ সুবিধা ফিরে এসেছে।