শনিবার, এপ্রিল ২০, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু 
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : July 10, 2021 | দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিমার্নধীন বাথরুমের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে রোববার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়ের বায়েক চৌমুহনী গ্রামের প্রবাসী কামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, অনিক (২৭) ও জহির (২০)। এরা দুজনের উপজেলার বায়েক ও বগইর এলাকার বাসিন্দা। গুরুতর আহত আরেক শ্রমিক জাকিরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পাঠানো হয়েছে।
 জানা যায়, দুপুরে প্রবাসী কামাল মিয়ার একতলা নিমার্ণধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকে কাজ করতে পর্যায়ক্রমে জহির ও অনিক ২ রাজমিস্ত্রি ট্যাংকের ভিতরে প্রবেশ করে। তাদের কোন সাড়াশব্দ না পেয়ে আরেক শ্রমিক জাকির ভিতরে প্রবেশ করে। ভিতরে পর্যায়ক্রমে তিনজন প্রবেশ করার পর  অবস্থা খারাপ দেখে বাড়ি লোকজন প্রতিবেশীদের ডাকতে শুরু করেন। পরে স্হানীয়রা কসবা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা এসে তিনজনকে উদ্ধার করে। পরে উদ্ধার করে স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তবরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। আর আহত জাকিরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পাঠানো হয়। 

কসবা ফায়ার সার্ভিসের  স্টেশন অফিসার মো: আব্দুল্লা খালেক বলেন, ধারনা করছি যেহেতু ট্যাংকটি নিমার্ণধীন অবস্হায় বেশ কিছুদিন মুখ বন্ধ ছিল । তারা কাজ করতে নীচে নামার পর অক্সিজেনের অভাব হয়েছিল।