বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
স্বর্ণসহ পাঁচ রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল
স্বর্ণসহ পাঁচ রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

স্বর্ণসহ পাঁচ রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : April 07, 2022 | শীর্ষবিন্দু

রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান। কৃষি প্রক্রিয়াজাত, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে অনবদ্য ভূমিকা রাখায় দেশের শীর্ষ এ গ্রুপকে স্বর্ণসহ পাঁচ রপ্তানি পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে এ নিয়ে টানা ১৭ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার অর্জন করলো প্রাণ-আরএফএল গ্রুপ।২০১৭-১৮ অর্থবছরের এগ্রো প্রসেসিং খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) তিনটি পুরস্কারই পেয়েছে প্রাণ। এ খাতে প্রাণ ডেইরী লিমিটেড স্বর্ণপদক, প্রাণ এগ্রো লিমিটেড রৌপ্য ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড ব্রোঞ্জপদক অর্জন করেছে। অপরদিকে প্লাস্টিক পণ্য রপ্তানিতে রৌপ্যপদক পেয়েছে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড। পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে রৌপ্যপদক পেয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। প্রাণ ডেইরীর পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং প্রাণ এগ্রো’র নির্বাহী পরিচালক নাসের আহমেদ, হবিগঞ্জ এগ্রো’র নির্বাহী পরিচালক অনিমেষ সাহা, অলপ্লাস্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাঈদ হোসেন চৌধুরী ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক সৈয়দ জয়নুল আবেদিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র হাত থেকে পুরস্কার গ্রহন করেন।  প্রাণ গ্রুপ ১৯৯৭ সালে ফ্রান্সে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল এর পণ্য পাওয়া যাচ্ছে। প্রাণ-আরএফএল পণ্যের সবচেয়ে বড় বাজার ভারত ও মধ্যপ্রাচ্য। এছাড়া আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের প্রায় সব প্রান্তেই প্রাণ-আরএফএল পণ্য পৌঁছে গেছে। 

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “আমাদের ব্র্যান্ডের ওপর বিশ্বব্যাপী ভোক্তাদের আস্থা রাখার জন্য এসব পদক পাওয়া সম্ভব হয়েছে। বিশ্বের ১৫০ কোটি ভোক্তা নিয়মিত প্রাণ এর পণ্য ভোগ করছে। টানা ১৭ বার সেরা রপ্তানিকারক পদক প্রাপ্তিতে আমরা গর্বিত।”