বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার
ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : April 18, 2022 | নিজস্ব সংবাদ

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র ইফতার মাহফিলে রবিবার (১৭ এপ্রিল) ঢাকাস্থ ফেনীর বিশিষ্টজন ও সাংবাদিক নেতারা অংশ নেন। রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে ফোরামের সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী। ইফতার মাহফিলের উদ্দেশে রওয়ানা হয়েও যানজটের কারণে বাসায় ফিরে যেতে বাধ্য হন বিশেষ অতিথি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আবু আহমেদ।

সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ূন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, অপর অংশের সভাপতি কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজি রফিক, চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি শাহিনুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক শহীদুল ইসলাম, অপর অংশের সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আজাদ চৌধুরী ফেনীতে তার বেড়ে ওঠা শৈশব কৈশোরের স্মৃতিচারণ করে। তুলে ধরেন ফেনীর ঐতিহ্য। তিনি বলেন, আবহমান কাল থেকে ফেনী শিক্ষা দীক্ষা ব্যবস্থা বাণিজ্য সব দিক থেকে এগিয়ে আঝে। তিনি বলেন ফেনীর রয়েছে আলাদা সামাজিক ও সাংস্কৃতিক ঐহিত্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ফেনীর লোকেরা প্যাচিয়ে নয় সোজা সাপ্টা কথা বলতেই পছন্দ করেন। তিনি ফেনীর সাংবাদিকতার অবদানের কথা স্মরণ করে তরুন সাংবাদিকদেরও সেই ধারা অব্যবাহত রাখার আহবান জানান।

সাংবাদিক ইউনিয়নের বক্তারা সাংবাদিকদের জন্য সদস্য সংসদে উত্থাপিত প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনকে সাংবাদিকদের স্বার্থ বিরোধী উল্লেখ করে তা সংশোধনের আহবান জানান। অন্যাথায় সাংবাদিক ইউনিয়ন আইনের বিরুদ্ধে আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। অন্যান্য বক্তারা রমজান থেকে সংযমের শিক্ষা নেয়ার আহবান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের মহাসচিব আইয়ূব ভূঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান, তিতাস গ্যাসের পরিচালক সাইফুদ্দিন নাসির, বাসসের প্রধান বার্তা সম্পাদক রুহুল গণি সরকার জ্যোতি, লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি জাকির হোসেন লিটন, রাজনৈতিক ব্যাক্তিত্ব রিন্টু আনোয়ার, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, খোন্দকার তারেক রায়হান, মরহুম ফেরদৌস আহমেদ কুরেশীর কন্যা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. অনিন্দিতা শবনম কুরেশী, আজকের সুর্যেোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক খোন্দকার বেলায়েত হোসেন, ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের, বাসসের প্রধান প্রতিবেদক তারেক আল নাসের প্রমুখ।

অনুষ্ঠানে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধবনা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ড. এ কে আজাদ চৌধুরী সংগঠনের পক্ষ থেকে সোহেল হায়দার চৌধুরীর হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন। এরপরে সদ্য মৃত্যবরণকারি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি জিল্লুর রহীম আজাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার পর্ব শেষে ফেনীর সাংবাদিক ও সুবিধজনদের সামনে দ্বিতীয় দফায় ফেনী ইতিহাস ঐহিত্য নিয়ে কথা বলেন প্রধান অতিথি একে আজাদ চৌধুরী। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্য ও অতিথিদের হাতে তুলে দেয়া হয় ফোরামের রজত জয়ন্তী উদযাপনের বিশেষ মগ ও টি শাট।