শনিবার, এপ্রিল ২০, ২০২৪
 সাহিত্য সংস্কৃতি ও বিপ্লবের অনন্য উদাহরণ  ইসমত শিল্পী
ইসমত শিল্পী

সাহিত্য সংস্কৃতি ও বিপ্লবের অনন্য উদাহরণ ইসমত শিল্পী

প্রকাশের সময় : April 19, 2022 | ফিচার

ইসমত শিল্পী বাংলাদেশের বর্তমান সময়ের কবি। জন্ম- সাত এপ্রিল, ১৯৭০ খ্রিঃ মেহেরপুর জেলায় গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন। শিক্ষাজীবনে প্রগতিশীল রাজনীতির সাথে সক্রিয় অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক কর্মকান্ডে তাঁর সফল পদচারণা। তাঁর কবিতা দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশ হচ্ছে। চেনা পরিবেশ, মাটি মানুষ, প্রেম-দ্রোহ সেইসাথে শ্রমজীবী উপাখ্যানসহ নানা অনুষঙ্গ তাঁর কবিতার বিষয়বস্তু। শব্দচয়ন, উপমা, অনুপ্রাস বৈশিষ্টের জন্য তাঁর কবিতা আলাদা মেজাজের এবং সুখপাঠ্য। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা চৌদ্দটি। কবিতা বারোটি এবং দুটি পত্রকাব্য। 

‘নান্দিক’ নামে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক। বর্তমানে পেশাগতভাবে আয়কর আইনজীবী ও কোম্পানী বিষয়ক উপদেষ্টা। সামাজিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাউনসিলিং করে থাকেন, ব্যক্তিগতভাবে অটিজম বিষয়ে সেবা এবং সচেতনায় কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। এছাড়া সামাজিক উন্নয়ন সংস্থা ‘রূপকথা’ ফাউন্ডেশনের এবং সামাজিক পাঠকেন্দ্র ‘নান্দিক পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সময়ের এই সাহসী কবির সাথে বর্তমান অবস্থা এবং সাহিত্যের নানাদিক নিয়ে কথা বলেছেন ‘প্রতিষিদ্ধ’র প্রধান প্রতিবেদক।

প্রতিষিদ্ধ: বর্তমানে আপনি কী ধরনের লেখা লিখছেন?
ইসমত শিল্পী:- কবিতা এবং প্রবন্ধ।

প্রতিষিদ্ধ:- কত সময় ধরে আপনি সৃজনশীল লেখার সঙ্গে জড়িত?
শিল্পী:- আমার জন্ম নেয়াটিই একটি সৃষ্টিশীল কাজ। তাতে করে প্রায় পঞ্চাশ বছর পরিমাণ সময়!

প্রতিষিদ্ধ:- আপনার কতটি বই প্রকাশিত হয়েছে, এবং প্রকাশনার বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখেন?
ইসমত শিল্পী:- চৌদ্দটি গ্রন্থ। কবিতা বারোটি এবং দুটি পত্রকাব্য। বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি জাতির পরিস্থিতির সাথে যুক্ত। আমি আমার ব্যক্তিগত প্রকাশনাকে বাণিজ্যিক করে তুলতে পারিনি।

প্রতিষিদ্ধ:- আপনি পেশাগতভাবে কী করছেন?
ইসমত শিল্পী:- আইন ব্যবসা এবং সৃষ্টিশীল সম্পাদনার কাজ। এছাড়া সামাজিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাউনসিলিং করে থাকি; ব্যক্তিগতভাবে অটিজম বিষয়ে সেবা এবং সচেতনায় কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানে। 

প্রতিষিদ্ধ:- সাহিত্যে পৃষ্ঠপোষকতা ও বাণিজ্যিক চাহিদায় বাংলাদেশের ভবিষ্যৎ কি?
ইসমত শিল্পী:- পৃষ্ঠপোষকতার বিষয়টি আমাদের রয়েছে কিন্তু ভবিষ্যৎ বলা শক্ত।

প্রতিষিদ্ধ:-আপনার নিজের সম্পর্কে কিছু জানতে চাই
ইসমত শিল্পী:- আমি আমার নিজের সম্পর্কে যখন জানবো, তখন জানাবো। 

প্রতিষিদ্ধ- বর্তমানে উদীয়মান তরুণ লেখকদের সম্পর্কে আপনার পরামর্শ কি?
ইসমত শিল্পী:- কারো পরামর্শ না নিয়ে নিজের মতো করে লিখে যাও।

প্রতিষিদ্ধ- আপনি এ পর্যন্ত কি কি বিষয়ের ওপর লিখেছেন?
ইসমত শিল্পী:- লেখার বিষয় মূলত জীবন ও প্রকৃতি। প্রায় সকল লেখকের ক্ষেত্রেই তাই। ব্যক্তিগতভাবে আমি আমার জীবনকে লিখি।

প্রতিষিদ্ধ:- লেখালেখি বা সাহিত্যে আপনার চাহিদা কি?
ইসমত শিল্পী:- একজন মানুষ বুঝতে পারুক আরেক মানুষ। একটি জীবন বুঝতে পারুক আরেকটি জীবন।

প্রতিষিদ্ধ:- ভবিষ্যতে লেখালেখি নিয়ে আপনি কেমন আশাবাদী?
শিল্পী:- অসম্ভব।