বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সাইকেলে চড়ে হজে যাচ্ছেন আফগানের নুর আহমাদ (vedio)
সাইকেলে চড়ে হজে যাচ্ছেন আফগানের নুর আহমাদ 

সাইকেলে চড়ে হজে যাচ্ছেন আফগানের নুর আহমাদ (vedio)

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : May 10, 2022 | বিশ্ব

প্রতিটি মুসলিমেরই জীবনে একবার হলেও পবিত্র হজ আদায়ের স্বপ্ন থাকে। আজকালকার এই আধুনিক যুগে বিদেশী যাত্রীদের জন্য হজের সফরে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো-উড়োজাহাজ। কিন্তু কিছু মানুষ থাকেন যারা হজের এ বরকতময় সফরকে স্মরণীয় করে রাখতে চান-এজন্য তারা নানারকম উপায় অবলম্বন করেন। ঠিক এমন-ই এক ব্যক্তি হলেন- নুর আহমাদ। আফগানিস্তানের এই নাগরিক সাইকেলে চড়ে নবীর দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

https://www.youtube.com/watch?v=6Jac2Pkp0AQ&t=1s
ওই প্রতিবেদনে বলা হয়, নুর আহমাদের আগ্রহ দেখে আফগান সরকারের তরফ থেকে তাকে উড়োজাহাজের টিকিটের অফার করা হয়েছিল কিন্তু এ সময় তিনি যে জওয়াব দেন, তাতে সরকার দারুণভাবে বিস্মিত হয়।
নুর আহমাদ বলেছিলেন, ‘আমি আমার মতো করে সফরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আল্লাহর বিধি-বিধান পালন করছি।’ তিনি জানান, ইরাক-ইরান পৌঁছে তিনি ভিসা নেয়ার পরিকল্পনা করছেন।
‘সাইকেলে চড়ে হজযাত্রা এটাই প্রথম’ বিষয়টি এমন নয়; বরং এর আগেও ২০১৬ সালে এক রুশ যুবক ও ২০২৯ সালে আরেক ব্রিটিশ নাগরিক দুই মাস সাইকেল চালিয়ে মহানবী সা:-এর দেশে হজের সফর করেছেন।