বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
কৃষি খাতে মূলধন সরবরাহে স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক
কৃষি খাতে মূলধন সরবরাহে স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

কৃষি খাতে মূলধন সরবরাহে স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : May 18, 2022 | নিজস্ব সংবাদ

কৃষি খাতে চলতি মূলধন সরবরাহে সাফল্য অর্জন করায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দেশব্যাপী নভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে কৃষি খাত সহ অন্যান্য খাতসমূহে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় করোনা মহামারিকালীন সময়ে দেশের খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের পাশাপাশি চলতি মূলধনভিত্তিক কৃষি খাতসমূহে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এর আওতায় সাফল্য অর্জন করায় ইসলামী ব্যাংককে এ স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ১৮ মে  বাংলাদেশ ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট এ প্রশংসাপত্র হস্তান্তর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক আওলাদ হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক আব্দুল হাকিম, ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান ড. মোঃ রুহুল আমিন ও বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইসলামী ব্যাংক পূনঃঅর্থায়ন স্কিম এর আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত অর্থের ১০৯.০৮ শতাংশ বিনিয়োগ (ঋণ) বিতরণ করেছে।