শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
ইস্কাটন লেডিস ক্লাবের ব্যতিক্রমি উন্নয়নে কাজ করতে চান তাছমিন
তাছমিন আক্তার নীনা

ইস্কাটন লেডিস ক্লাবের ব্যতিক্রমি উন্নয়নে কাজ করতে চান তাছমিন

বিজ্ঞাপন
প্রকাশের সময় : May 19, 2022 | স্বশস্ত্র

আসন্ন ইস্কাটন লেডিস ক্লাব নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন তাছমিন আক্তার নীনা। তিনি একাধারে একজন নারী উদ্যোক্তা, সামাজিক, ও সাংগঠনিক ব্যক্তিত্ব। তিনি গুলশান সোসাইটির জোন -২ এর আহবায়ক।  কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লি. ও কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক  এ নারী উদ্যোক্তা। ইনার হুইল ওয়েষ্ট, ঢাকাস্থ কুমিল্লা ও চৌদ্দগ্রাম সমিতি সদস্য। তাছমিন ন্যাম ভিলার সাবেক সভাপতি। 
তাছমিন আক্তার বলেন, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ক্লাবের সার্বিক উন্নয়ন, বয়স্কদের অবসরের জায়গাসহ  ক্লাবের আমূল পরিবর্তনে ভূমিকা রাখবেন।  তিনি বলেন, বর্তমানে আমার হাতে পর্যাপ্ত সময় আছে। চাইলে আমি আমার পুরো সময়টা ক্লাবের উন্নয়নে ব্যয় করতে পারি। 

তাছমিন আক্তার বলেন আমাকে আমি নির্বাচিত হলে ক্লাবের সদস্যদের চাহিদা অনুযায়ী উক্ত ক্লাবের আনন্দ, বিনোদন ও বিভিন্ন উৎসবসহ সবকিছুতে নতুন মাত্রা যোগ হবে। ক্লাবের তরুণ ও বয়স্কদের জন্য আলাদা ক্ষেত্র তৈরি হবে। 

সভা, সমিতি, সংঘ যে নামেই ডাকা হোক না কেন, এর গঠন যতটা সহজ শোনায়, ইতিহাস, রাজনীতি, সময় পরিক্রমা ইত্যাদির আলোকে  ‘লেডিস ক্লাব’ বা নারীদের জন্য অথবা নারীদের নিয়ে গঠিত ক্লাব। তেমনই একটি ক্লাবের নাম ইস্কাটন লেডিস ক্লাব। যেখানে নারীরা যাতে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ ও উচ্ছাসিত মনে করেন সেটিই একটি আদর্শ ক্লাবের দাবি। ক্লাব মানেই একই আগ্রহের বা কাছাকাছি সামাজিক অবস্থানের কিছু মানুষের একত্রিত হওয়া। আবার কিছু ক্লাব এ সাধারণ ছাঁচের বাইরে গিয়ে বৈচিত্র্যকে আহ্বান করেও গড়ে উঠতে পারে।  আর সে লক্ষ্যকেই সামনে রেখে নারীদের জন্য ইস্কাটন লেডিস ক্লাবে কাজ করে যেতে চান তাছমিন।