শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
বাপা’র টেকসই উন্নয়ন ও পরিবেশগত সুশাসন শীর্ষক সেমিনার
বাপা’র টেকসই উন্নয়ন ও পরিবেশগত সুশাসন শীর্ষক সেমিনার

বাপা’র টেকসই উন্নয়ন ও পরিবেশগত সুশাসন শীর্ষক সেমিনার

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : May 22, 2022 | প্রকৃতি

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে  ২১ মে শনিবার সকাল ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে “বাংলাদেশে টেকসই উন্নয়ন অভীষ্ঠ ,এসডিজি অর্জনে আইনের ভূমিকা এবং পরিবেশগত সুশাসন”-শীর্ষক এক সেমিনারের অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র অর্থ, বাণিজ্য ও টেকসই উন্নয়ন বিষয়ক কমিটির আহ্বায়ক, অধ্যাপক মুস্তাফিজুর রহমান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক, ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF) বাংলাদেশ এর বিশেষ দূত, ওয়ার্ল্ডইকোনমিক ফোরাম ও বায়োডাইভারসিটিজ কমিশন এর কমিশনার, মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা’র নির্বাহী সদস্য ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুমা। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইইডি)-এর সিনিয়র ফেলো এবং বাংলাদেশ সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডেভলপমেন্টের পরিচালক, ড. সালিমুল হক।  

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারি অধ্যাপক, মোহাম্মদ গোলাম সারোয়ার। নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট ড. সাঈদা নাসরিন এবং বাপা’র নির্বাহী সদস্য ও অর্থ, বাণিজ্য ও টেকসই উন্নয়ন বিষয়ক কমিটির সদস্য সচিব, এমএস সিদ্দিকী প্রমূখ।