শনিবার, এপ্রিল ২০, ২০২৪
শিকড়ের টান
মন মৈত্রেয়ী

শিকড়ের টান

মন মৈত্রেয়ী
প্রকাশের সময় : May 27, 2022 | সাহিত্য ও সংস্কৃতি

তোমার ভাষায় অরুণ আলো

প্রথম ডেকেছি  'মা' বলে

তুমিই আমার জয়োল্লাসে ,

বিদ্রোহে বুকে আগুন জ্বলে।

তোমার ভাষায় শৈশব হাসে

নিকোনো উঠোনে শীতলপাটি

আজও শেখায় শিকড়ের টান

লেপ্টে আছে জল হওয়া মাটি।

তোমার ভাষায় উদাস বাউল

মন মাতায় পল্লীগানে

আদর-আবেগ,মান-অভিমান

তোমার সুরে বাঁচার মানে।

তোমার ভাষায় দীপ্ত স্লোগান

হৃদয় জুড়ে বেদনা ব্যথা

আমার ভাইয়ের রক্তে রাঙানো

উনিশ-একুশে গল্প গাথা।।