বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
বিশ্বব্যাপী প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা বিপুলভাবে প্রশংসিত হচ্ছে
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া

বিশ্বব্যাপী প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা বিপুলভাবে প্রশংসিত হচ্ছে

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : May 28, 2022 | স্বাস্থ্য

ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত “Orientation and Seminar on Research Methodology” শীর্ষক এক সেমিনার রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে আজ সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ।

তিনি বলেন, ‘‘বিশ্বব্যাপী প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা বিপুলভাবে প্রশংসিত হচ্ছে। এখনই আমাদের জেগে উঠার যথার্থ সময়। বৈশ্বিক মহামারীর এই দু:সময়ে আমরা ঘরে ঘরে প্রান্তরে প্রান্তরে ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা সেবাকে ছড়িয়ে দিতে পারলে মানুষ আশার আলো খুঁজে পাবে ।’’

অনুষ্ঠানে ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা সেক্টরের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি তাদের বক্তব্য উপস্থাপন করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ ঢাকার অধ্যক্ষ হাকীম আ খ মাহবুবুর রহমান সাকী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান।