বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
এই শ্রাবণে
মন মৈত্রেয়ী

এই শ্রাবণে

মন মৈত্রেয়ী
প্রকাশের সময় : June 08, 2022 | সাহিত্য ও সংস্কৃতি

তুই আমার ভরা শ্রাবণ
আমি অঝোর ধারা
তোর সাথেই বর্ষাবরণ
দোঁহে পাগলপারা।

অলস দুপুর, টাপুর টুপুর
 (তোর) আবেগ মাখা মুখ
আমার শরীরে তীব্র দহন
সমর্পণেই সুখ ।

আমার শাড়ীর নীলচে আঁচল
কাজল চোখের বাঁক
কলমিলতার পুকুর ঘাটে
লাল ফড়িঙের ঝাঁক ।

মনে পড়ে? মেঘলা আকাশ
বৃষ্টি সারাবেলা
ছাদ উঠানে সংগোপনে
লুকোচুরি খেলা ।

প্রেমিক চোখের প্রথম নজর
রাখলি সেদিন মনে
জল নুপূরে সুর তুলেছে
বৃষ্টি আমার গানে ।

চুল থেকে নখ ভিজিয়ে দিলি
আদর সর্বনাশা
ঘর বাঁধবার স্বপ্ন চোখে
অনন্ত অভিলাষা ।

বৃষ্টি যখন ভাঙছে আকাশ
মেঘের আদর মেখে,
তুমুল মাতাল দুই শরীরে
প্রেমের কাব্য লেখে ।

বৃষ্টি মানেই জল থৈ থৈ
 মন কেমনের দিন
ফোঁটায় ফোঁটায় স্মৃতির পরত
স্বপ্নেরা রঙিন ।

আয় না তবে আরেকটি বার
বৃষ্টি আজও টানে
ময়ূরপঙ্খী ভাসিয়ে দিই
উজান স্মৃতির গাঙে।