শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
আগে ছিলাম দারিদ্রসীমার নীচে, এখন চরিত্রসীমার
গৃহহীনদের দেয়া ঘর

আগে ছিলাম দারিদ্রসীমার নীচে, এখন চরিত্রসীমার

এম আর ফারজানা
প্রকাশের সময় : July 14, 2021 | সমস্যা ও সম্ভাবনা

বড় বড়  ফাইল থেকে দুর্নীতি করেন বুঝলাম, তাই বলে এই অসহায় মানুষের মাথা গোঁজার আশ্রয়টা ঠিকভাবে হতে দিলেন না

গরীবের পেটে লাথি মারতে ও আমাদের দ্বিধা হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহতি উদ্যোগ নিয়েছিলেন। আশ্রয়হীন মানুষদের আশ্রয় দিবেন। তাই তাদের মাথাগোজার ঠাই করে দিলেন। এমন কাজকে সবাই সাধুবাদ জানালো, আমিও জানালাম।

কিন্তু কে জানত এখানেও দুর্নীতি হবে। শিক্ষিত ব্যাক্তির চরিত্র সুন্দর হওয়ার কথা। হচ্ছে উল্টো। বড় বড়  ফাইল থেকে দুর্নীতি করেন বুঝলাম, তাই বলে এই অসহায় মানুষের মাথা গোঁজার আশ্রয়টা ঠিকভাবে হতে দিলেন না।

এই প্রশংসনীয় মহতি উদ্যোগে যেসব কর্মকর্তা দুর্নীতির ছোবল মেরেছে তাদের শাস্তি চাই। তাদের ছবি মিডিয়াতে প্রকাশিত হোক জোরালোভাবে। মানুষ দেখুক কারা এসব করছে। আগে আমরা ছিলাম দারিদ্রসীমার নীচে,এখন আছি চরিত্রসীমার নীচে।