বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
নারী  উদ্যোক্তাদের দিক নির্দেশনায় ঐশী
ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী

নারী উদ্যোক্তাদের দিক নির্দেশনায় ঐশী

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : June 15, 2022 | ফিচার

নারী উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণে ‘ডিসিমিনেশন সেমিনার অন পলিসি রিকমেন্ডেশনস টু মেক ট্রেডিং অ্যাক্রস বর্ডার ইজিয়ার ফর উইমেন-ওনড বিজনেসেস’ শীর্ষক এক সেমিনার সোমবার (৬ জুন) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করে বেসরকারি খাতের থিংকট্যাঙ্ক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি)।

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেশের নারী উদ্যোক্তারা পুরুষদের তুলনায় বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন। এর প্রধান কারণগুলো হলো, আমদানি-রফতানি নীতিমালা ও প্রক্রিয়া সংক্রান্ত জ্ঞানের স্বল্পতা, তথ্যপ্রযুক্তি সম্পর্কে সীমিত জ্ঞান ও সেবপ্রদানকারী সংস্থা সম্পর্কে কম জানা। নারী উদ্যোক্তাদের এসব সমস্যা নিয়ে কথা বলেন, এনভয় গ্রুপ, এনভয় টেক্সটাইল ও বিজিএমই্এ এর পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী।