শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
হামর্দদের চাটমোহর শাখা চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন
হামদর্দ চাটমোহর শাখা চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন

হামর্দদের চাটমোহর শাখা চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : June 19, 2022 | বাণিজ্য

স্বাস্থ্য সেবার অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ সারাদেশে চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে পাবনা জেলার চাটমোহর থানা সদরে চিকিৎসা ও বিক্রয়কেন্দ্র চালু করেছে। 
গত ৮ জুন,  এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ডাক্তার, কেমিস্ট, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হামদর্দ এর পক্ষে উপ-পরিচালক বিক্রয় মো. মোখলেছুর রহমান মারুফ  এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । 
মো. মোখলেছুর রহমান মারুফ এ সময় ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসার উন্নতি ও বিস্তারে বাংলাদেশে হামদর্দকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়ার নেপথ্য কারিগর, হামদর্দ বাংলাদেশের বাতিঘর, ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র অনন্য অধ্যবসায়, ত্যাগ ও অবদানের অজানা তথ্য সর্বসাধারণের মাঝে তুলে ধরেন। 
সভা শেষে অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র, চাটমোহর এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এ চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত হামদর্দ এর অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছেন।


পূর্বের সংবাদ
পরের সংবাদ