শনিবার, এপ্রিল ২০, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্যের জবাব মিলির
নাসরীন সুলতানা মিলি

সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্যের জবাব মিলির

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : June 29, 2022 | গণমানুষের কথা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব নাসরীন সুলতানা মিলি দাবি করেন ত্রাণ প্রস্তুতের ভিডিও ও ছবিতে ভিন্ন মতের রাজনৈতিক কর্মীদের অশালীন আচরণের শিকার হয়েছেন তিনি। এ নিয়ে তিনিও সোশ্যাল মিডিয়ার তার বক্তব্য তুলে ধরেন। বক্তব্যটি নিম্নরূপ- আমি নাসরীন সুলতানা মিলি। পেশায় একজন আইনজীবী। দুই সন্তানের মা আমি। আমাদের পরিবার রাজনৈতিকভাবে সচেতন। আমি “আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টির) সহকারী সদস্য সচিব। সম্প্রতি আমাদের দলের কেন্দ্রীয় ত্রাণ ও পূণর্বাসন মনিটরিং সেলের আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আমাদের দলের পেইজে আমাদের ত্রাণ কার্যক্রমের উপর একটি ভিডিও ক্লিপ আমি হোস্টিং করেছি। দলের পেইজে এবং আমাদের দলের সম্মানিত সদস্য সচিব এর ব্যক্তিগত ফেসবুক ওয়াল ও আইডিতে ত্রাণ প্রস্তুতির অনেকগুলো ছবি সহ কাজের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয়েছিল। সেখানে আমার কর্মরত অবস্থার একটা ছবিও ছিল। যেই ছবিটা অধিক সংখ্যক লাইক ও কমেন্টের কারণে ফেসবুক ফিচার অনুযায়ী আলাদা করে দলের পেইজ ও সদস্য সচিবের ওয়ালের পোস্ট হিসেবে অন্যদের ওয়ালে প্রদর্শিত হয়। এটা নিয়ে নানা জনের নানাবিধ মন্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি জানিনা আমার পোশাক পরিচ্ছেদে বা কার্যক্রমে আমার প্রতি বিরুপ-অশালীন মন্তব্য বা ট্রল করার কোন উপকরণ ছিল কিনা। তবুও অনেকে অরুচিকর মন্তব্য করেছেন। যারা এসব মন্তব্য করেছেন তাদের ব্যক্তিগত আইডি চেক করলে দেখা যায় তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। আমি অবাক হয়েছি কারণ আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই আওয়ামীলীগ বিএনপি বা জামায়াতের রাজনীতির সাথে জড়িত। কোন আদর্শ ধারণ করা মানুষ কীভাবে নারীর প্রতি এত অসহিষ্ণু, অভদ্র, কুৎসিৎ আচরণ করতে পারে তা আমার বোধগম্য নয়। আদর্শ কি মানুষ কে অন্ধ বানায় না আলোকিত করে? আমাদের মহানবী হজরত মুহাম্মদ স. নারীদের প্রতি অবজ্ঞা ও বৈষম্য থেকে মুক্তির ঘোষনা দিয়েছিলেন। তাঁর পবিত্র স্ত্রী খাদিজা রা. ছিলেন একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। নবী স. দূহিতা হজরত ফাতেমা রা. ছিলেন নবজাগরণের পথিকৃত। নবী স. এর অন্যতম স্ত্রী হযরত আয়েশা রা. ছিলেন হাদীসের শ্রেষ্ঠ পন্ডিত ও শিক্ষক। তিনি যুদ্ধক্ষেত্রেও সমান সক্রিয় ছিলেন। হযরত আয়েশা রা. এর যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে তাঁর সম্পর্কে কুৎসিত রটনা রটিয়েছিল একদল অসভ্য মুসলমান নামধারী বর্বর। ফেসবুকে অশালীন মন্তব্যকারীদের সাথে তাদের কোন অমিল আমি খুঁজে পাইনি। অতএব যারা আজকে নারীদের প্রতি অবজ্ঞা, বৈষম্য ও অরুচিকর আচরণ করছেন আমি তাদেরকে ইসলাম ও সভ্যতার শত্রু মনেকরি। মহান আল্লাহ তায়ালা এসকল আইয়ামে জাহেলিয়াতের প্রতিনিধিত্বকারী এবং ইসলামের নামে ইসলাম বিরোধী আদর্শের ধারক-বাহকদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন- এই দোয়া করছি।