বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
হামদর্দের অর্ধবার্ষিক বিক্রয় সম্মেলন 
হামদর্দের অর্ধবার্ষিক বিক্রয় সম্মেলন 

হামদর্দের অর্ধবার্ষিক বিক্রয় সম্মেলন 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : July 19, 2022 | বাংলাদেশ

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে অর্ধবার্ষিক বিক্রয় সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
 ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘‘মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য মানুষ মুখিয়ে থাকে, কিন্তু অধিকাংশ জায়গায় প্রতারিত হয়। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকা এবং সবার মনে আশার সঞ্চার করা । হামদর্দ মানুষের রোগমুক্তির জন্য ওষুধের যে বিপুল ভান্ডার তৈরি করেছে, তা সবাইকে জানাতে নিরন্তরভাবে চেষ্টা চালাতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘বিপণন কর্মকর্তারা যত বেশি তৎপর হবেন, সাধারণ মানুষ ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা থেকে তত বেশি উপকৃত হবেন।’’  
সম্মেলনে সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরীসহ ঊর্ধতন কর্মকর্তারা।