শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
 চৌগাছা হাসপাতালে জনবল সঙ্কটে মানসম্মত সেবা বঞ্চিত রোগীরা
 চৌগাছা হাসপাতালে জনবল সঙ্কটে মানসম্মত সেবা বঞ্চিত রোগীরা

 চৌগাছা হাসপাতালে জনবল সঙ্কটে মানসম্মত সেবা বঞ্চিত রোগীরা

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : July 19, 2022 | খুলনা

যশোরের চৌগাছায় ৫০ শয্যবিশিষ্ট স্বাস্থ্যকমপ্লেক্স টি সারা দেশে চিকিৎসাসেবায় আদর্শ দৃষ্টান্ত স্থাপনকারি একটি প্রতিষ্ঠানের নাম। এ পর্যন্ত দেশসেরার পুরস্কার অর্জন করেছে ১৬ বার । সর্বশেষ স্বাস্থ্যসেবায় ‘হেল্থ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে হাসপাতালটি। বর্তমানে দেশসেরা এই হাসপাতালে জনবল সঙ্কটে মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।  
হাসপাতাল সূত্রে জানাগেছে চৌগাছা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে মোট মঞ্জুরীকৃত পদ রয়েছে ২০৯ টি। এর মধ্যে ৭৫ টি পদ শুন্য রয়েছে। চিকিৎসকের ২১ টি পদের মধ্যে  পুরন করা হয়েছে ৮ টি এবং অত্যন্ত জরুরী আবাসিক মেডিকেল অফিসারসহ শূণ্য রয়েছে বাকি ১৩ টি পদ। এছাড়া জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী), মেডিসিন, কার্ডিওলোজিস্ট, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন, সহকারী সার্জন ও  এ্যানেসথেসসিস্টের মত গুরুত্বপূর্ণ পদগুলো বছরের পর বছর ধরে শুন্য রয়েছে।
সিনয়র স্টাফ নার্সের ৩৫ টি পদের মধ্যে নার্সিং সুপার ভাইজারসহ শুন্য রয়েছে ৩ টি পদ। ৩য় শ্রেণীর মঞ্জুরীকৃত মোট ৭১ টি পদের মধ্যে প্রধান সহকারী-কাম হিসাব রক্ষক ও পরিস্যংানবিদসহ  ৩৫ টি পদ শুন্য রয়েছে। ৪র্থ শ্রেণীর মঞ্জুরীকৃত ২২ টি পদের মধ্যে ১১ টি পদ শুন্য রয়েছে। এছাড়া অন্যান্য আরো ৬০ টি পদের মধ্যে শুন্য রয়েছে আরো ১৪ টি পদ।

বর্তমানে জনবল সঙ্কট নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহরের নেতৃতে ৮ জন চিকিৎসক দিয়ে  চলছে এই হাসপাতালের কার্যক্রম।    

চৌগাছা মডেল হাসপাতালের রুপকার গাইনি বিভাগের সাবেক চিকিৎসক ইমদাদুল হক এর  প্রাণপন চেষ্টায় প্রসূতি সেবায় ব্যাপক অবদান রাখেন। যার ফলে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকমপ্লেক্সটি ব্যাপক সুক্ষ্যাতি অর্জন করে। মা ও প্রসূতিসেবায় ব্যাপক অবদান রাখার ফলে ২০০৪ থেকে বর্তমান পর্যন্ত এটি উপজেলা পর্যায়ে একটানা দেশসেরা হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
২০০১ সাল পর্যন্ত এটি উপজেলা পর্যায়ে একটানা দেশসেরা হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে।  সর্বশেষ দেশ সেরা মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছে এই উপজেলা স্বাস্থকমপ্লেক্স। হাসপাতাল সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে জরুরী ও বহিঃবিভাগে প্রতিদিন গড়ে ১ হাজারের বেশি রোগী সেবা নিচ্ছেন। চিকিৎসক সঙ্কটে এত রোগীর সেবা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা।
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন রোগী জানিয়েছেন চিকিৎসক কম থাকার কারনে জরুরি মুহুর্তে সেবা নেওয়া কঠিন হয়ে যায়। দেশ সেরা গাইনি বিভাগসহ দুপুরের পরে  জরুরী বিভাগের প্রাথমিক চিকিৎসা ছাড়া অন্য সুবিধা পাওয়া যায়না।  দুপুরের পরে সামান্য সমস্যায় রোগীদের ছুটতে হচ্ছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বেসরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি শুন্য পদগুলো দ্রুত পূরণ করা হোক।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন ‘চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এতগুলো পদ শুন্য থাকার কথা না। বিষয়টি আমি খোজ নিয়ে দেখবো। আবাসিক মেডিকেল অফিসার পদে ভাড়া কেটে নেওয়ার কারনে এই পদে কেউ আসতে চাইছেনা বলে তিনি জানান’। তিনি বলেন, তার পরেও চেষ্টা করা হচ্ছে খুব সিগরিই এই পদটি পুরন করার জন্য। জুনিয়র কনসালটেন্ট পদের ব্যাপারে বলেন, এই পদগুলো মন্ত্রনালয়ের ব্যাপার। তবে গুরুত্বপূর্ণ পদগুলো পূরনের চেষ্টা করা হচ্ছে।