বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
দাম বৃদ্ধির ঘোষণার পর জ্বালানী প্রতিমন্ত্রীর ঘুম কেমন হয়েছিল?
মাসুদ কামাল

দাম বৃদ্ধির ঘোষণার পর জ্বালানী প্রতিমন্ত্রীর ঘুম কেমন হয়েছিল?

মাসুদ কামাল
প্রকাশের সময় : August 06, 2022 | গণযোগাযোগ ও গণতন্ত্র

জ্বালানী তেলের দাম বেড়েছে। বিশাল বৃদ্ধি। ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে প্রতি লিটারে ৩৪ টাকা। পেট্রোলের দাম বেড়েছে ৪৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা।
আপনারা কেউ কি মনে করতে পারেন, অতীতে কখনো জ্বালানী তেলের দাম একলাফে এতটা বেড়েছে?
তেলের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব সমাজের সর্বত্র পড়তে বাধ্য। এখন অবধারিতভাবে সবকিছুর দাম বাড়বে। মূল্যবৃদ্ধির আনুপাতিক হারে মানুষের আয় কি বাড়বে? না বাড়লে মানুষের জীবনই বা চলবে কী করে?
এসব প্রশ্নের জবাব কি সরকার কি জানেন? অথবা জানার কি প্রয়োজন অনুভব করেন?
আমার মনে আরও একটা প্রশ্ন, দামবৃদ্ধির ঘোষণা দেওয়ার পর গত রাতে জ্বালানী প্রতিমন্ত্রীর ঘুম কেমন হয়েছিল?
যে ঘোষণায় সারা দেশের মানুষের ঘুম নষ্ট হয়, তেমন ঘোষণা দেওয়ার পর, আমাদের মন্ত্রীদের যে চরিত্র, ঘুম গভীর ও শান্তিপূর্ণই হওয়ারই কথা।

লেখক: সিনিয়র সাংবাদিক