মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
অব্যাহত বালু উত্তোলনে হুমকির মুখে মনু নদীর গার্ডার সেতু 
অব্যাহত বালু উত্তোলনে হুমকির মুখে মনু নদীর গার্ডার সেতু 

অব্যাহত বালু উত্তোলনে হুমকির মুখে মনু নদীর গার্ডার সেতু 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : August 08, 2022 | সিলেট

মৌলভীবাজার জেলার কুলাউড়ায়  মনু নদীর কটারকোনা সেতু এলাকায় বিধি না মেনে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি ব্রিজ কালভার্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটার এলাকায় বালু তোলা নিষিদ্ধ হওয়ায় জেলা প্রশাসন এখানের দাগ ইজারা থেকে বাদ দিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ   প্রভাবশালী ঠিকাদার তা মানছেন না। এতে সেতুটি যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঠিক তেমনি  হাজীপুর ইউনিয়নের কটারকোনা গ্রামের বেড়িবাঁধ আরও বেশী  ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসী বিষয়টি লিখিতভাবে কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেন। কিন্তু প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর এলাকা পরিদর্শন ছাড়া কার্যকর প্রতিকার পাওয়া যায়নি এমন অভিযোগ স্থানীয়দের । তারা জানান উল্টো প্রতিবাদী হওয়ায় ঠিকাদারের লোকজন মামলা দিয়ে গ্রামবাসীকে  হয়রানি করছে।
এব্যাপার বক্তব্য নেওয়ার জন্য কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খন্দকার'র সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

স্থানীয় সুত্র জানায়, সার্বিক পরিস্থিতিতে ৭ আগস্ট রাতে কটারকোনা বাজার ও গ্রামের  গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নিয়ে  কটারকোনা গ্রামের একটি বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে সেতু ও বেড়িবাঁধ সুরক্ষা এবং  সংস্কারের জন্য ১০১ সদস্য বিশিষ্ট একটি  কমিটি গঠন করা হয়।
কটারকোনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি আব্দুল গণী, হাফেজ আব্দুল মুমিত, মুজিবুর রহমান, মাস্টার হাবিবুর রহমান, কবির আহমদ, আব্দুর রাজ্জাক, রাসেল আহমদ, মাসুম আহমদ সুমন, ফিরোজ আহমদ, মুহিবুর রহমান, রজব আলী, খালেদ আহমদ, সুজন আহমদ, মুক্তাদির আহমদ প্রমুখ।
সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কম কে বলেন, প্রায় ৫ হাজার জনগণের  কটারকোনা গ্রাম আর  এলাকার প্রধান সড়কপথ এই বেড়িবাঁধ। মনু নদী থেকে বালু তুলে অনবরত ভারী যানবাহন দিয়ে পরিবহন করায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে সড়কটিতে কোন সংস্কার করা বা মেরামত হচ্ছে না। দীর্ঘদিন থেকে এলাকাবাসী বেড়িবাঁধ সুরক্ষায় এখানে  বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করে রাস্তার সংস্কার কাজ করার দাবি জানিয়ে আসছে।
বৈঠকে বেড়ীবাঁধ সুরক্ষা ও সংস্কারের লক্ষ্যে এলাকার সকলের সমন্বয়ে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা আব্দুর রাজ্জাককে সভাপতি ও মাস্টার হাবিবুর রহমানকে সেক্রেটারি করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।