শনিবার, এপ্রিল ২০, ২০২৪
ড্রাগন চাষে নতুন সম্ভাবনা পাথরঘাটায়
ড্রাগন চাষে নতুন সম্ভাবনা পাথরঘাটায়

ড্রাগন চাষে নতুন সম্ভাবনা পাথরঘাটায়

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : August 11, 2022 | কৃষি

বরগুনার পাথরঘাটায় বিদেশি ফল ড্রাগন বাণিজ্যিকভাবে চাষাবাদে সফলতার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। স্বল্প শ্রম ও অল্প পুঁজিতে ফসলের আশাতিত ফলনের কৃষি খাতগুলো গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুসারে উপজেলায়  মোট ২১০ শতাংশ জমিতে ৪৫  ড্রাগন চাষ হয়েছে । সকল বাগানেই ফলের  উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে।
পাথরঘাটা হাতেমপুর গ্রামের ড্রাগন চাষী রাসেল বলেন, আমি ২০১৭ সালে পাথরঘাটা যুব উন্নয়ন থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ২০ শতক জমিতে ৬৫ খুঁটিতে ড্রাগন  চাষ  করি। সেই থেকে আমি ক্রমশ ড্রাগন বিক্রি করে লাভবান হচ্ছি। এখন আমার ৪০ শতাংশ জমিতে ২১৫ টি খুঁটিতে ড্রাগন গাছ রয়েছে। বর্তমানে  আমি ৭৩ কি গাছ থেকে ড্রাগন ফল পাচ্ছি। এবছর প্রায় আমি ৫ লক্ষ টাকার ড্রাগন  ও ২ লক্ষ টাকার চারা বিক্রি করেছি। সকল খরচ বাদ দিয়ে আমার লাভ হয় প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। এসময়  রাসেল বলেন আমার বাগানে প্রায় ১১ প্রজাতির ড্রাগন রয়েছে। 
পাথরঘাটা পদ্মার ড্রাগন চাষী রহিম বলেন, আমি সিসিডিবি'র সহায়তায় গত ২০২০ সালে ২ শতাংশ জমিতে  ড্রাগন চাষ করি । এখন আমার গাছে ড্রাগন ফল  ধরেছে । ড্রাগনের ব্যাপক চাহিদা থাকার কারণে বাজারে প্রতি কেজি এখন বিক্রি করছি ৩৫০ থেকে ৪০০ টাকা। এখন পর্যন্ত আমি ২৫ হাজার টাকার ড্রাগন বিক্রি করেছি, সামনে আরো বিক্রি করবো।
স্থানীয় কৃষকরা জানান আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় ড্রাগন  চাষ করে সকলেই লাভবান হয়েছে। তাই আমরা ভবিষ্যতে বাড়ির আঙিনা ও পতিত জমিতে  এবং বাসা বাড়ির ছাদে ড্রাগন চাষ করবো।
পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির বড়াল বলেন, ড্রাগন চাষে খরচ কম। দেশেই নানা জাতের ড্রাগন চারা পাওয়া যায়। এতে বেকার যুবকদের স্বাবলম্ভী হওয়ার ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় কৃষি বিভাগ ড্রাগন চাষিদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করছে। বেকার যুবকরা প্রশিক্ষণ ও সহায়তা পেলে তাদের ভাগ্য বদলের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে।