বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
রেশমা আক্তার 

"তুচ্ছ ও আমি"

রেশমা আক্তার 
প্রকাশের সময় : August 16, 2022 | সাহিত্য ও সংস্কৃতি

তুচ্ছ কড়া নেড়েছিলো অত্যুচ্চের

দরজার ওপাশে মদিরা মগ্ন প্রিয় রাত

দেয়নি সাড়া, খোলেনি দুয়ার

উপেক্ষিত অপেক্ষায় স্থানু ক্ষণকাল।

অশ্রু কুড়িয়ে ফেরার পথে

মুখোমুখি দেখা আমার, তুচ্ছের সাথে

হেসে শুধালাম, ফিরে যাচ্ছ বুঝি?

বলল, অশ্রুগুলো দিলাম,

চোখের কোণে যত্নে রেখো তুমি।

অতএব

প্রণয়হীন তার এ প্রেমের সাক্ষী হলাম

আমিত্বহীন এক আমি।

অশ্রু রেখে সে চেয়ে নিলো কিছু ব্যথা

বলে গেলো, জীবনের চেয়ে মৃত্যুই এখন দামী।