বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
লিও ক্লাব অফ ঢাকা ওয়ান প্লাস এর যাত্রা শুরুর প্রথম অর্জন
লিও ক্লাব অফ ঢাকা ওয়ান প্লাস এর যাত্রা শুরুর প্রথম অর্জন

লিও ক্লাব অফ ঢাকা ওয়ান প্লাস এর যাত্রা শুরুর প্রথম অর্জন

মো. লিমন আহমেদ 
প্রকাশের সময় : August 21, 2022 | ফিচার

গত ২০ আগস্ট  বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-এ১,বাংলাদেশ কতৃক আয়োজিত হয় বঙ্গবন্ধু সেবা সপ্তাহ ২০২২ এর সমাপনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫-এ১ এর জেলা গভর্নর ইন্জি. মোঃ মোস্তফা কামাল(পিএমজেএফ), সদ্য সাবেক গভর্নর আর্কিটেক্ট নিখীল চন্দ্র গুহ, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন- বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস(বিইউপি) সহ আরো সম্মানিত লায়ন বৃন্দ এবং বিভিন্ন ক্লাবের শতাধিক লিও বৃন্দ। সদ্য যাত্রা শুরু করা লিও ক্লাব অফ ঢাকা ওয়ান প্লাস ৩৫ জন সদস্য নিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলো।
লিও ক্লাব অফ ঢাকা ওয়ান প্লাস এর যাত্রা শুরুর পরে এটাই ছিল তাদের প্রথম অনুষ্ঠান এবং তারা সেবার রিপোর্ট প্রদানে ৩য় স্থান অর্জন করে,যা ছিলো  লিও ক্লাব অফ ঢাকা ওয়ান প্লাস এর প্রথম অর্জন । ক্লাবের প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা  লায়ন জেলা ৩১৫-এ১ এর জেলা গভর্নর ইন্জি মোঃ মোস্তফা কামাল (পিএমজেএফ) এর থেকে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করে।
উক্ত সেবা সপ্তাহের শুরু হয়েছিলো ৮ আগস্ট থেকে যা ছিলো লিও ক্লাব অফ ঢাকা ওয়ান প্লাস এর যাত্রা শুরুর প্রথম দিন এবং উক্ত কার্যক্রম এর রিপোর্ট প্রদানের শেষ সময় ছিলো ১৮ আগস্ট।  লিও ক্লাব অফ ঢাকা ওয়ান প্লাস এর সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন্স দের সাথে সম্মিলিত ভাবে ব্লাড প্রেসার মাপা,ডায়াবেটিস টেস্টিং এ অংশ নেয়।  এছাড়া ও সেবা সপ্তাহের সময় জুড়ে উক্ত ক্লাব সদস্য রা দেশের বিভিন্ন জেলায় ৫৫০ এর অধিক বৃক্ষ রোপন,সোহরাওয়ার্দী উদ্যানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য এবং শিক্ষা সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ, বিনামূল্যে রক্ত পরীক্ষা, রক্ত দান সহ বিভিন্ন সেবাকার্য সম্পাদনের মাধ্যমে তাদের অর্জনের যাত্রা শুরু করে।