শনিবার, এপ্রিল ২০, ২০২৪
জামালপুরে বিনামূল্যে চুক্ষু চিকিৎসা পেল ২ হাজার রোগী
জামালপুরে বিনামূল্যে চুক্ষু চিকিৎসা পেল ২ হাজার রোগী

জামালপুরে বিনামূল্যে চুক্ষু চিকিৎসা পেল ২ হাজার রোগী

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : August 28, 2022 | স্বাস্থ্য

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী স্মরণে উপজেলার গোয়ালচর ইউনিয়নের সভারচর পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী আয়োজিত এক আইক্যাম্পের মাধ্যমেজামালপুরের ইসলামপুর উপজেলার এক হাজার ৮৫০ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দিয়েছে  ডাঃ খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাষ্ট।  
অনুষ্ঠানের সভাপতি ও  ডাঃ খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাষ্টের বোর্ড অব ট্রাষ্টি এস এম শাহীনুজ্জামান বলেন, ইসলামপুরের মানুষকে অন্ধত্বমুক্ত করার লক্ষ্যে ট্রাস্ট এ বছরের শুরু থেকেই কাজ করছে। আগে আরো প্রায় ছয় হাজার রোগীকে চোখের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েছে ট্রাস্ট।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এ এম আবু তাহের প্রমুখ।
 ডাঃ গাফফারের নেতৃত্বে চার সদস্যের একটি  মেডিকেল টিম এবারের আইক্যাম্প পরিচালনা  করেন। সেখানে ৪৬০ জন রোগীকে সনাক্ত করা হয় যাদের আগামী ১৫ অক্টোবর চোখের ছানি, বর্ধিত মাংসপেশি ও চক্ষুনালীর ইনফেকশনের অপারেশন করা হবে বলে জানা যায়।