৩ সেপ্টেম্বর প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতরস্থ শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলেমানসম্মত কারিগরি নকশা প্রণয়ন ও তদানুযায়ী নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতকরণের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য দিনব্যাপী “মানসম্মত কারিগরি নকশা ও তদানুযায়ী নিরাপদ ভবন নির্মাণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: শামীম আখতাররের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর হাউজি এন্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেক। আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এলজিইডি এর প্রধান প্রকৌশলী শেখ মো: মহসিন,আইইবির সাবেক প্রেসিডেন্ট কবির আহমেদ, বর্তমান ভাইস প্রেসিডেন্ট মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতিসহ সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মরত সংশ্লিষ্ট বিষয়ের প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদবৃন্দ।