শনিবার, এপ্রিল ২০, ২০২৪
৫১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ
৫১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ

৫১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : October 08, 2022 | বীমা

এবারের বার্ষিক সম্মেলনে ৫১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে দেশের প্রথম বেসরকারী বীমা সংস্থা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ।  সম্প্রতি কক্সবাজারের হোটেল লংবিচে অনুষ্ঠিত ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবীর চেক প্রদান অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি গ্রাহকদের মাঝে উক্ত বীমা দাবির চেক বিতরণ করেন। সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির প্রায় ৮ হাজার উন্নয়ন কর্মী অংশ নেন।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে গেস্ট অব অনার ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য মোঃ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার, পরিচালক মোঃ শাহ আলম। এছাড়াও কোম্পানীর সাবেক পরিচালক বিলকিস নাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
বীমা দাবির চেক বিতরণের পর কোম্পানির উন্নয়নে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রধান অতিথি কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি  প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী উন্নয়ন কর্মকর্তাদের স্বর্ণ পদক প্রদান করেন। 
সম্মেলনে আরো বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, জনবীমা উন্নয়ন প্রধান মোঃ আবুল কাসেম, এনপিডিআই প্রধান মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, এসইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন সহ অন্যান্যরা।