বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
আলফা ইসলামী লাইফের ১০০ কোটি টাকার ব্যবসায়ীক অর্জন উদযাপন 
আলফা ইসলামী লাইফের ১০০ কোটি টাকার ব্যবসায়ীক অর্জন উদযাপন 

আলফা ইসলামী লাইফের ১০০ কোটি টাকার ব্যবসায়ীক অর্জন উদযাপন 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : October 16, 2022 | বীমা

আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ১০০ কোটি টাকার ব্যবসায়ীক অর্জন উপলক্ষে ডিনার পার্টি ও উদযাপন শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ১৫ অক্টোবর শনিবার রাতে রাজধানীর গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী  মোঃ শাহরিয়ার আলম (এমপি)। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আইডিআরএ-এর  সদস্য (লাইফ) কামরুল হাসান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদস্য (নন-লাইফ) মোঃ নজরুল ইসলাম। 
কোম্পানির চেয়ারম্যান চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন (কাজল) এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরে আলম ছিদ্দিকী অভি। ২০২২ সালে মাত্র ৯ মাসে মাইলফলক ১০০ কোটি টাকার ব্যবসা অর্জনের জন্য পররাষ্ট্র প্রতিমিন্ত্রীর আন্তরিক উৎসাহ, বোর্ড সদস্যদের  সহযোগিতা এবং মাঠ পর্যায়ের সকল শ্রেণির কর্মকর্তাদের অবদান তিনি স্বীকার করেন। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলফা নতুন করে শুরু করলেও দ্রুত সময়ের মধ্যে ভালো সাফল্য অর্জন করেছে। আইন মেনে অর্থনৈতিক সুযোগগুলোকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে এগিয়ে গেলে আগামীতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই সেক্টরের রোল মডেল হতে পারে। তিনি বলেন, দেশীয় ইন্স্যুরেন্স কোম্পানি ঠিকমত কাজ না করলে তা বিদেশী বড় বিনিয়োগকারীদের কাছে চলে যেতে পারে যা দেশের জন্য কাম্য নয়। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির কারণে এই সেক্টরে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আলফাকে সেই হারানো সুনাম ফিরিয়ে আনার জন্য আইন মেনে কাজ করার আহ্বান জানান। 
সভাপতির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, আমরা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ম্যানেজমেন্টকে সকল নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছি। নিয়মনীতি যথাযথভাবে না মেনে আমরা কোন ব্যবসা করবো না। সততা এবং দক্ষতার কারণে ৯ মাসে এই ব্যবসায়ীক অর্জন সম্ভব হয়েছে। 
অনুষ্ঠানে সারাদেশ থেকে কোম্পানির ১৪শ প্রতিনিধি অংশ গ্রহণ করেন।