বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
২ ক্যাটাগরিতে গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড
২ ক্যাটাগরিতে গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

২ ক্যাটাগরিতে গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : October 20, 2022 | ব্যাংক

দুটি ক্যাটাগরিতে গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস ২০২২ অ্যাওয়ার্ড লাভ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য প্রচার, সাসটেইনেবল ও ফিউচার-ফিট বাণিজ্যিক অনুশীলন নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন,  সেরা ডিজিটাল সল্যুশন প্রদান, যুগোপযোগী স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক সুযোগসমূহের সর্বাধিক ব্যবহারে ক্লায়েন্টদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২২-এ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ‘সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক’ অ্যাওয়ার্ড লাভ করে। অপরদিকে, ধারাবাহিকভাবে দেশের ক্রমবর্ধমান সামাজিক, উন্নয়নমূলক, পরিবেশগত ও অর্থনৈতিক চাহিদাকে অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করায় ‘সেরা সিএসআর ব্যাংক’ হিসেবে অ্যাওয়ার্ড লাভ করে। ধারাবাহিকভাবে সাসটেইনেবল-ওরিয়েন্টেড পদক্ষেপ বাস্তবায়নে, সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায়, সাম্প্রদায়িক কল্যাণ ও উন্নয়নমূলক কাজে, সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভূমিকা উল্লেখযোগ্য। 

অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, আমাদের প্রতি আস্থা বজায় রাখায় ও ধারবাহিকভাবে সমর্থনের জন্য গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, কমিউনিটি সাসটেইনেবিলিটি পার্টনার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতি আমরা কৃতজ্ঞ। “বাণিজ্য যত সাসটেইনেবল ও ইনক্লুসিভ হবে, আমাদের কমিউনিটির সুবিধা ও বিকাশ তত শক্তিশালী হওয়ার পাশাপাশি আমরা জাতি হিসেবে সমৃদ্ধ হয়ে উঠবো। স্টেকহোল্ডারদের পাশে দাঁড়ানো জন্য আরো যুগোপযোগী পদক্ষেপে আমাদের যাত্রা অব্যহত থাকবে।