শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
যে কারণে ন্যাশনাল লাইফের ব্যবসা বাড়ছে কুমিল্লায় 
যে কারণে ন্যাশনাল লাইফের ব্যবসা বাড়ছে কুমিল্লায় 

যে কারণে ন্যাশনাল লাইফের ব্যবসা বাড়ছে কুমিল্লায় 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : October 29, 2022 | বীমা

কুমিল্লার একটি উন্নয়ন সভায় ১৬কোটি ৭২ লাখ টাকার বীমাদাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। ২৬ অক্টোবর কুমিল্লা হাইওয়ের নুরজাহান হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। 
মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ  গ্রাহকের দাবি পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করে থাকে। করোনা মহামারির মধ্যেও আমরা গ্রাহকের বাড়ি গিয়ে বীমাদাবির চেক পৌঁছে দিয়েছি। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি গ্রাহকদের  আস্থা বৃদ্ধি পাওয়ার ফলে ব্যবসারও উন্নতি হচ্ছে। পরে তিনি উন্নয়ন কর্মকর্তাদের ব্যবসা উন্নয়নে নানা কর্মকৌশল প্রদান করেন  মুখ্য নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল লাইফের কুমিল্লা এরিয়া প্রধান খোরশেদ আলম। অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, চাঁদপুর এরিয়া প্রধান মতিয়র রহমান, জনবীমা এরিয়া প্রধান মোঃ হেলাল আহমেদ ও ডিভিপি মোঃ শামীম খান। এতে কুমিল্লা এরিয়ার জোন প্রধানগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুমিল্লা এরিয়ার ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে কুমিল্লা এরিয়ার পক্ষ থেকে প্রধান অতিথি মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়।