শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
 অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলো আইসিএসবি কাউন্সিল
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলো আইসিএসবি কাউন্সিল

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলো আইসিএসবি কাউন্সিল

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : November 03, 2022 | ঢাকা

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ফাতিমা ইয়াসমিন এর সাথে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এর নেতৃত্বে  ৩ নভেম্বর আইসিএসবির কাউন্সিলের নব্য নির্বাচিত সদস্যগণ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। কাউন্সিলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনকে অভিনন্দন জানান এবং তাকে আইসিএসবির কাউন্সিলের নব্য নির্বাচিত সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সিনিয়র সচিবকে অবগত করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন। 
 
ফাতিমা ইয়াসমিন বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি তার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন।
কাউন্সিল সদস্যগণ সিনিয়র সচিব মহোদয়কে তাঁর মূল্যবান সময় দেয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর সহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে। 
উক্ত সভায় জনাব এম নুরুল আলম এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট অলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য এবং মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।


পূর্বের সংবাদ
পরের সংবাদ