সিলেট ভিত্তিক প্রবাসী কমিউনিটি জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার সভাপতি বদরুল হোসেন খানের সঙ্গে একই এসোসিশেনের ইউকে-র মতবিনিময় সভা ২৪ নভেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে। বদরুল যুক্তরাজ্য সফরে এলে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
মাওলানা আব্দুল কুদ্দুসের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাফি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ সেলিম উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, উপদেষ্টা যথক্রমে ড. আলা উদ্দিন, মাহমুদ হাসান এমবিই, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিস্টাতা সেক্রেটারি, বিশিষ্ট লেখক নজরুল ইসলাম বাসন, মারুফ আহমদ চৌধুরী, ব্যরিসটার মাসুদ চৌধুরী।
বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি যথক্রমে এম এ মুনিম ওবিই, লেখক, কবি আবুল কালাম আজাদ ছোটন, সাংবাদিক মাহবুবুর রহমান, কাউন্সিলর রিতা বেগম। টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, বাংলাদেশ থেকে আগত ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া‘র নির্বাহী পরিচালক নাজমুল হক।
অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, ট্রেজারার আবদুল ওদুদ দীপক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেস পাবলিসিটি সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইটালি জালালাবাদের সাবেক সভাপতি অলি উদ্দিন শামীম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী সদস্য ময়নুল হক, মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, আসাদ আহমদ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল করিম নাজিম, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, বৃন্দাবন কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি সাংবাদিক আলাউর রহমান অলি, তরুণ সংগঠক দিলাল আহমেদ, বিশিষ্ট কমিউনিটি নেতা হাবিবুর রহমান ময়না, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল শফিক, মৌলানা আবুল কদদুছ, জুবের আহমদ, মোহাম্মদ রেজাউল করিম মৃধা এবং ফজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বদরুল হোসেন খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত স্পিকার শফি আহমদ এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া‘র নির্বাহী পরিচালক নাজমুল হককে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করে জালালাবাদ এসোসিয়েশন ইউকে।
বিসিএ'র প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিইর সমাপনী বক্তব্যের পর অতিথিরা সান্ধ্যভোজে অংশগ্রহণ করেন।