বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
আত্মসাত ও প্রতারণার অভিযোগে চৌধুরী ইলেকট্রনিক্সের মালিক গ্রেপ্তার
চৌধুরী ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ইমরুল হাসান চৌধুরী

আত্মসাত ও প্রতারণার অভিযোগে চৌধুরী ইলেকট্রনিক্সের মালিক গ্রেপ্তার

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : November 27, 2022 | অপরাধ

মিনিস্টার-মাইওয়ানের পণ্য বিক্রির টাকা কোম্পানিকে জমা না দিয়ে  আত্মসাত ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে চৌধুরী ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ইমরুল হাসান চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকার আশুলিয়া থানা পুলিশ । ইমরুল সাভারের বিপিএটিসি এলাকার ভাটপাড়া গ্রামের ইয়াকুব আলী চৌধুরী ও আয়েশা আক্তারের ছেলে। 

পুলিশ জানায়, মিনিষ্টার মাইওয়ান গ্রুপের ডিলার হিসেবে ইমরুল হাসান চৌধুরী ইলেকট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠানে গ্রুপের উৎপাদিত পণ্য বিক্রয় করে আসছিলো। সম্প্রতি তারা এ গ্রুপের উৎপাদিত প্রচুর পরিমাণ ইলেক্টনিক্স পন্য কৌশলে উত্তোলন করেন এবং তা বিক্রি করে টাকা কোম্পানিতে জমা না দিয়ে আত্মসাৎ করে। এর প্রেক্ষিতে গ্রুপের অভিযোগের ভিত্তিতে গতকাল আশুলিয়া থানা পুলিশ সন্ধ্যা ৬টায় তাকে গ্রেপ্তার করে। তাকে জেলা হাজতে প্রেরণ করা হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,ইমরুলের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন কৌশলে স্থানীয় লোকজনের টাকা আত্মসাতের ও প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়নি। তবে এখন তারাও আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।