মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
উৎপাদন সংকটে রপ্তানি শিল্প
মাহমুদুল হক হাসান

উৎপাদন সংকটে রপ্তানি শিল্প

মাহমুদুল হক হাসান
প্রকাশের সময় : December 02, 2022 | ফিচার

সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলশ্রুতিতে বিশ্ব এখন চতুর্মূখী সংকটে নিমজ্জিত। কোভিড ১৯ এর ধকল পুরোপুরি না সামলাতেই পুরো বিশ্বে নেমে এসেছে এক ভয়ংকর সংকট। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি তেল ও গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতিনিয়ত গ‍্যাস ও বিদ্যুতের চরম সংকট দেখা দিচ্ছে । 


পরিমিত গ্যাস ও বিদ্যুত সংকটে দেশের কারখানা গুলোর উৎপাদন  অর্ধেকে নেমে এসেছে। ছোট কারখানা গুলো একেবারে বন্ধ হয়ে গেছে বাকিগুলোর অবস্থাও বন্ধ হওয়ার উপক্রম। নরসিংদীতে কাপড় উৎপাদনশীল প্রায় ৫০০০ বস্ত্র কল রয়েছে। এসব কারখানায় উৎপাদিত কাপড় সারা দেশে বিক্রি করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জে ১৭৮৫ টি ও গাজীপুরে মোট ২১৬৫ টি কারখানার মধ্যে ১১৮৭ টি পোশাক কারখানা রয়েছে।  গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে দেশের অধিকাংশ কারখানা অর্ধদিবস বন্ধ রাখতে হচ্ছে। 


এতে করে একদিকে কারখানা মালিকগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন‍্যদিকে দেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এহেন পরিস্থিতিতে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করা না গেলে সংকট আরো প্রকট আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। তাই সরকারের উচিত ভর্তুকি দিয়ে হলেও রপ্তানি বাণিজ্য তথা শিল্প কারখানাগুলোকে পূর্ণ উৎপাদনে রেখে সংকট নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহণ করা।

 

মুক্তমনা লেখক