শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
পথশিশু
এম এইচ হাসান 

পথশিশু

এম এইচ হাসান 
প্রকাশের সময় : December 03, 2022 | সাহিত্য ও সংস্কৃতি

পথ-ই-ওদের ঘর 
পথ-ই-ওদের বাড়ি,
জীবিকার তাগিদে পথেই ওরা
বসেছে হাঁটু গাড়ি।


ছিন্ন ভিন্ন বস্ত্র ওদের 
হাজারো ব‍্যথা বুকে,
জঠর জ্বালায় ঘুরছে ওরা
মরছে ধুঁকে ধুঁকে।


আস্তাকুঁড়ে মলিন দেহে
পাবে ওদের দেখা,
সাহেবদের লাথি গুঁতায়
অঙ্গে শত রেখা।


জোটে না অন্ন জোটে না বস্ত্র
আত্নচিৎকারে,
মৃত্যুধ্বনি বাজে ওদের 
ক্ষণিকের সংসারে।


ডাস্টবিনে খাদ‍্য খুঁজে 
যদি কিছু পায়,
তড়িঘড়ি করে সেটা 
চোখ বুঁজে চালায়।


পেটের দায়ে ছন্নছাড়া 
শিশু-কিশোরগুলো,
মাতৃপিতৃ সব হারিয়ে 
সঙ্গী পথের ধুলো।