বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
গৃহকর্মী অধিকার সুরক্ষায় আলোচনা সভা
গৃহকর্মী অধিকার সুরক্ষায় আলোচনা সভা

গৃহকর্মী অধিকার সুরক্ষায় আলোচনা সভা

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 05, 2022 | ঢাকা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকে কার্যকারি রূপ দিতে সাউথইস্ট সোস্যাল সার্ভিসেস ক্লাব, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ (সুনীতি প্রকল্প) ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর যৌথ প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ৫ ডিসেম্বর  রাজধানীর বনানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সবাই মিলে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এ স্লোগান উক্ত সভার মূল প্রতিপাদ্য। 

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাব মডারেটর বাহরীন খান এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসেন, বিলস্ নির্বাহী পরিষদ সদস্য কাজী রহিমা আক্তার সাথী, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর সদস্য সচিব এবং বিলস্ পরিচালক নাজমা ইয়াসমীন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সচিব তারিক আল জলিল, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভলপমেন্ট সার্ভিসেস এর পরিচালক তাহনিয়া সাহীদ এবং বিল্স সুনীতি প্রকল্পের সমন্বয়কারী মোঃ ইউসুফ আল মামুনসহ অন্যান্যরা।

 সভায় বক্তারা বলেন,  আমরা সমতার সমাজ চাই। তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধে যাবার সুযোগ না পেলেও কিন্তু তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে। তারা বলেন মানুষে মানুষে যে বৈষম্য, সেটা দূর করার কাজটা তরুণ প্রজন্মই ভালোভাবে করতে পারে। তারাই পারে সমাজটাকে পরিবর্তন করতে। শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে আমাদের আরো সংবেদনশীল হতে হবে।