শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
রোকেয়া পদক ২০২২ পাচ্ছেন আফরোজা পারভীন
ড. আফরোজা পারভীন

রোকেয়া পদক ২০২২ পাচ্ছেন আফরোজা পারভীন

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 07, 2022 | শীর্ষবিন্দু

সাহিত্য ও সংস্কৃতিতে নারী জাগরণে অবদান রাখায় বেগম রোকেয়া পদক ২০২২ পাচ্ছেন বিশিষ্ট্য কবি ও প্রাবন্ধিক নড়াইলের ড. আফরোজা পারভীন ।  প্রতিবছরের ন্যায় এবারও যথা নিয়মে এ পদক প্রদান করা হবে। বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে এ সম্মাননা দেয়া হবে।

রোকেয়া পদকে মনোনীতরা পাবেন, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনা দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, নগদ ৪ লক্ষ টাকা এবং একটি সম্মাননাপত্র।

সামাজিকভাবে বিশেষ ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতি বছর এ পদক প্রদান করা হয়। 

এ বছর বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত ৫ নারী হলেন, নারীশিক্ষা ক্যাটাগরিতে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিতে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম।

আগামী শুক্রবার বেগম রোকেয়া পদক-২০২২ এ মনোনীত নারীদের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা পদক বিতরণ করবেন।