বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্বরণে বক্তৃতা
ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ

ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্বরণে বক্তৃতা

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 11, 2022 | গণমানুষের কথা

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আয়োজনে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ হলেন বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও দু’বারের তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা। তিনি বাংলাদেশের তৃতীয় এটর্নি জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান ওবিই। আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির  এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।

বাংলাদেশে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা শরণার্থী সংকটের বাধ্যবাধকতা ও এর ভবিষ্যৎ নির্দেশনা শীর্ষক বক্তৃতাটি বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঐতিহাসিক পটভূমি, পাশাপাশি বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় আইনের অধীনে বাংলাদেশের যে আইনি বাধ্যবাধকতা রয়েছে তার রূপরেখা, এবং শরণার্থীদের জন্য একটি ব্যাপক জাতীয় আইনী ও নীতি কাঠামো গড়ে তোলার ভবিষ্যত পথগুলি তুলে ধরার উপর কার্যকরি ভূমিকা রাখবে। মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতার ফলে প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে রোহিঙ্গাদের অভিবাসন এই অঞ্চলে নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশটি বেশ কয়েকবার উদারভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে। সর্বশেষ ২০১৭ সালে সবচেয়ে বড় অনুপ্রবেশটি ঘটেছে এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকা অনুকরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ, গবেষক, মানবাধিকার কর্মী, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকরা ।