শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
কবিতা: বিজয় কেতন
প্রতিকী ছবি

কবিতা: বিজয় কেতন

এম এইচ হাসান 
প্রকাশের সময় : December 11, 2022 | সাহিত্য ও সংস্কৃতি

পাঁকবাহিনীর অত‍্যাচারে

                বীর বাঙালি অস্ত্র ধরে,

ছিনিয়ে আনে বিজয় কেতন 

               পুঁতে পাকের আচ্ছাধন।

 

ছলে বলে কলা কৌশলে 

                      চলেছে এই যুদ্ধ,

তর্জনীর হুঙ্কারে লাখো জনতা 

                          হয়েছে উদ্বুদ্ধ।

 

কৃষক-কামার তাঁতী-জেলে 

          ছাত্র-শিক্ষক মেয়ে-ছেলে,

লহু ঝড়ায় রণাঙ্গনে 

               মাতৃভূমির মুক্ত গানে।

 

আবাল বৃদ্ধ অবশেষে 

                   পেল স্বাধীন দেশ,

ডিসেম্বরের ষোলো তারিখ 

         বিজয় হলো বাংলাদেশ।