বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
এক দশকে আর্থিক খাতে নারী-পুরুষের ব্যবধান কমে ৪ শতাংশে
আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বিআইজিডি ও বিশ্বব্যাংকের ওয়েবিনার

এক দশকে আর্থিক খাতে নারী-পুরুষের ব্যবধান কমে ৪ শতাংশে

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 15, 2022 | অর্থনীতি

আর্থিক পরিষেবায় গ্লোবাল ফিনডেক্সের জরিপ অনুযায়ী নারী ও পুরুষের ব্যবধান ছিলো গত এক দশকে ৪ শতাংশে নেমে এসেছে। উন্নয়নশীল দেশগুলোতে এই ব্যবধানটি ৬ শতাংশের চেয়ে একটু বেশি। জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ পুরুষের বিপরীতে ৬৮ শতাংশ নারীর একটি ব্যাংক হিসাব আছে।

১৪ ডিসেম্বর বুধবার বিশ্বব্যাংকের উন্নয়ন গবেষণা গ্রুপ এবং বিশ্বব্যাংক গ্রুপের বছরব্যাপী জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট +১০: অ্যাক্সিলারেট ইকুয়ালিটির সাথে বিআইজিডি সম্মিলিতভাবে “এক্সপ্যান্ডিং উইমেন’স ফিনান্সিয়াল ইনক্লুশনঃ গ্লোবাল ইমপ্লিকেশানস অফ দ্য ফিনডেক্স জেন্ডার নোট ২০২১” শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করে।
ওয়েবিনারে বিশ্বব্যাংকের ডেভলপমেন্ট রিসার্চ গ্রুপের মুখ্য অর্থনীতিবিদ এবং গ্লোবাল ফিনডেক্সের প্রতিষ্ঠাতা লিওরা ক্ল্যাপার ফিনডেক্স, জেন্ডার নোট ২০২১-এর বৈশ্বিক ফলাফল তুলে ধরেন। শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের পাশাপাশি ওয়েবিনারে আর্থিক পরিষেবা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের ব্যক্তিরাও অংশগ্রহণ করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।
প্রেজেন্টেশনের পর আমন্ত্রিত আলোচকগণ এক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতে কিভাবে এমএফএস প্রতিষ্ঠানগুলো নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান নিয়ে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মোঃ মনিরুল ইসলাম আলোচনা করেন।