বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
ন্যাশনাল লাইফসহ আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৩৭ প্রতিষ্ঠান
ন্যাশনাল লাইফসহ আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৩৭ প্রতিষ্ঠান

ন্যাশনাল লাইফসহ আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৩৭ প্রতিষ্ঠান

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 19, 2022 | বীমা

কর্পোরেট গর্ভনেন্সের স্বীকৃতি হিসেবে ৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করেছে  ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)। ১২টি ক্যাটাগরিতে মোট ৩৭টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জীবন বীমা ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফও উক্ত অ্যাওয়ার্ডে সিলভার মেডেল অর্জন করে। 
১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অ্যাওয়ার্ড প্রদান করেন। 

আরো পড়ুন: ৩ ব্যাংকের অনিয়মের নেপথ্যে যত কথা
আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াসহ অন্যান্যরা। 

জেনারেল ব্যাকিং খাতে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়, ইষ্টার্ণ ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ব্রাক ব্যাংক। ইসলামী ব্যাংকিং সেক্টরে শাহজালাল ইসলামী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ডিবিএইচ ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স ও বাংলাদেশ ফাইন্যান্স। 
সাধারণ বীমা খাতে গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, সেনা কল্যাণ ইন্সুরেন্স ও সিটি ইন্সুরেন্স। জীবন বীমা খাতে প্রগতি লাইফ ইন্সুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স। 
ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস ক্যাটাগরিতে বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা ও ওরিয়ন ফার্মা। টেক্সটাইল ও আরএমজি ক্যাটাগরিতে পারমাউন্ট টেক্সটাইল, মতিন স্পিনিং মিলস ও স্কয়ার টেক্সটাইল। 
ফুড অ্যান্ড অ্যালায়েড ক্যাটাগরিতে ইউনিলিভার কনজুমার, গোল্ডেন হারভেস্ট ও অলিম্পিক। প্রকৌশল ক্যাটাগরিতে ওয়ালটন, সিঙ্গার ও রানার অটোমোবাইল। ম্যানুফেকচারিং ক্যাটাগরিতে রেক সিরামিক, ম্যারিকো, লাফার্জ হোলসিম ও প্রিমিয়ার সিমেন্ট।
জ্বালানি ও শক্তি ক্যাটাগরিতে ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার ও ডরিন পাওয়ার। এবং ইষ্টার্ণ হাউজিং, ইউনিক হোটেল ও ইনডেক্স এগ্রো সার্ভিস কোম্পানি ক্যাটাগরিতে আইসিএসবি অ্যাওয়ার্ড লাভ করে। 

আরো পড়ুন: আইইবির জনসংযোগ কর্মকর্তা হলেন সাইফুল ইসলাম তালুকদার