মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
রাবিতে সেইভ আওয়ার সোসাইটির ক্যাম্পাস পিকচার
ছবি- লিমন আহমেদ

রাবিতে সেইভ আওয়ার সোসাইটির ক্যাম্পাস পিকচার

মো.লিমন আহমেদ,রাবি প্রতিনিধি,
প্রকাশের সময় : December 25, 2022 | শিক্ষাঙ্গন

সেইভ আওয়ার সোসাইটির উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'ক্যাম্পাস পিকচার ১.০' অনুষ্ঠান শেষ হয়েছে। পারিবারিক সম্পর্কের অবস্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ২৪ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের ফোকলোর গ্যালারীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেইভ আওয়ার সোসাইটির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জাহান রিপার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাতারেক নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইভ আওয়ার সোসাইটির বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম কিবরিয়া।

উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেইভ আওয়ার সোসাইটির সাবেক সভাপতি কাজী আবুল কালাম।এছাড়াও উপস্থিত ছিলেন সেইভ আওয়ার সোসাইটির সাবেক সহ-সভাপতি খন্দকার নাছিম সহ সাবেক ও বর্তমান কমিটির সদস্যবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, সংগঠনের সাবেক সভাপতি কাজী আবুল কালাম, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর গোলাম কিবরিয়া, সমাজকর্ম বিভাগ এবং সংগঠনের কার্যক্রম, নীতিমালা, সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য রাখে সাবেক সহ-সভাপতি খন্দকার নাছিম। 

সমাপনী ব্যক্তব্যে ফ্যামিলি রিলেশনশিপ ম্যানেজমেন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সেইভ আওয়ার সোসাইটির সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, ফ্যামিলি রিলেশনশিপ ম্যানেজমেন্টের বিষয় হলো-এক পর্যায়ে যখন আমরা পরিবার থেকে বাহিরে চলে আসি বিশ্ববিদ্যালয় জীবনে, চাকরি জীবনে তখন পরিবারের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত।