শনিবার, এপ্রিল ২০, ২০২৪
মাইজদী কোর্টে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২০৮তম শাখা
মাইজদী কোর্টে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২০৮তম শাখা

মাইজদী কোর্টে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২০৮তম শাখা

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশের সময় : January 04, 2023 | ব্যাংক

ঐতিহ্যবাহী নগরী নোয়াখালীর মাইজদী কোর্টে ২০৮তম শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৮ ডিসেম্বর, বুধবার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফরের সভাপতিত্বে ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদের সঞ্চালনায় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম জিলানী দিদার, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম সাইফউদ্দিন সোহান, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান খন্দকার, এবিএম শাহজাহান, জহির উদ্দিন মোঃ বাবর, আব্দুল গণি রিংকু এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ বক্তব্য রাখেন । 
এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। এআইবিএল সিলেট জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বদিউর রহমান বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।