বুধবার, অক্টোবর ৯, ২০২৪
লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনে নতুন কমিটি
লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনে নতুন কমিটি

লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনে নতুন কমিটি

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : January 24, 2023 | ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) আগামী ২ বছরের জন্য ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।

নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি গত কমিটির ভাইস-চেয়ারম্যান ছিলেন।

এতে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কায়সার হামিদ এবং লংকান এলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কান্তি কুমার সাহা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন, নাসিমুল বাতেন (ডিবিএইচ ফাইন্যান্স), মোহাম্মদ জামাল উদ্দিন (আইডিএলসি ফাইন্যান্স), খাজা শাহরিয়ার (লংকাবাংলা ফাইন্যান্স), মোহাম্মদ মোশাররফ হোসেন (ইসলামিক ফাইন্যান্স), কাজী নিজাম আহমেদ (মেরিডিয়ান ফাইন্যান্স), সাইফুদ্দিন এম নাসের (ন্যাশনাল ফাইন্যান্স), ইরতেজা আহমেদ খান (স্ট্রাটেজিক ফাইন্যান্স) ও সৈয়দ মিনহাজ আহমেদ (উত্তরা ফাইন্যান্স)।

দেশের আর্থিক প্রতিষ্ঠান খাতের সক্ষমতা বৃদ্ধিসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালনে নতুন নির্বাহী কমিটি প্রত্যয় ব্যক্ত করেছে।

প্রতিষিদ্ধ/এফএ/ওএন