শনিবার, এপ্রিল ২০, ২০২৪
১শ শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হচ্ছে ৪ হাজার ৭৯৫ পদ
১শ শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হচ্ছে ৪ হাজার ৭৯৫ পদ

১শ শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টি হচ্ছে ৪ হাজার ৭৯৫ পদ

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : April 12, 2023 | শিক্ষাঙ্গন

বাংলাদেশ সরকারি কলেজশিক্ষক ফোরামের (বাসকশিফো) সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সচিব কমিটি অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ দিনের ভোগান্তি দূর হবে বলে আশা করছি। বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের দ্রুত আত্তীকরণের ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইলো।

১শ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারি বা জাতীয়করণ হওয়া প্রতিষ্ঠানের জন্য ৪ হাজার ৭৯৫টি পদ সৃষ্টি করতে যাচ্ছে সরকার। সম্প্রতি মন্ত্রীপরিষদ বিভাগের এক সভায় এসব বিষয় উঠে আসে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের ৩০২টি বেসরকারি কলেজ ২০১৬ সালের ১৭ জুন সরকারীকরণ হয়। একই বছরের ৩০ জুন এসব কলেজের নিয়োগ ও অর্থ ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

এরপর পর্যায়ক্রমে সব কলেজের শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানের মূল কাগজপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাই শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি নিয়ে সকল প্রক্রিয়া শেষে প্রথম দফায় ১০০টি কলেজের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ প্রস্তাবের সার-সংক্ষেপ প্রস্তুত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এসব কলেজ সরকারীকরণের আগে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের এতে জন্য ৪ হাজার ৭৯৫টি পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে।