বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততায় গুরুত্বারোপ পরিকল্পনা মন্ত্রীর
৩৬- সদস্যবিশিষ্ট পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডারস কমিটির (পিপিএসসি) ১৬ তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততায় গুরুত্বারোপ পরিকল্পনা মন্ত্রীর

প্রতিষিদ্ধ ডেস্ক
প্রকাশের সময় : April 13, 2023 | গণযোগাযোগ ও গণতন্ত্র

মাঠ পর্যায়ে সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।

যদিও সরকারি ক্রয়ে নাগরিকদের সম্পৃক্ততা একটি নতুন ধারণা তবু এর ইতিবাচক ফল রয়েছে। ৩৬- সদস্যবিশিষ্ট পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডারস কমিটির (পিপিএসসি) ১৬ তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিভিশন (আইএমইডি) এর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) ঢাকায় এনইসি কনফারেন্স কক্ষে ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিআইএমএপিপিপি)-এর আওতায় এ সভার আয়োজন করে। বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আইএমইডি’র সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ) মোসাম্মৎ নাসিমা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিটিইউ’র পরিচালক মাসুদ আক্তার খান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইএমইডি’র সচিব। পরবর্তীতে সিপিটিইউর মহাপরিচালক মোহাম্মদ শোহেলের রহমান চৌধুরী ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের বর্ধিতকরণ এবং সাম্প্রতিক সময়ে অর্জিত বড় মাইলফলকগুলো নিয়ে একটি উপস্থাপনা করেন।

পিপিএসসি হলো সরকারি ক্রয় কার্যক্রমের সামগ্রিক উন্নয়নে সুপারিশ এবং নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের একটি প্ল্যাটফর্ম।

ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)’র সিনিয়র রিসার্চ ফেলো ড. মির্জা এম হাসান অনুষ্ঠানে সরকারি ক্রয়ে নাগরিকদের সম্পৃক্ততা এবং এটির মডেল সম্পর্কে একটি উপস্থাপনা করেন। বিআইজিডি-র গবেষণা পরিচালক ড. মুন্সি সুলাইমান নাগরিক সম্পৃক্ততার প্রভাব মূল্যায়ন নিয়ে আরেকটি উপস্থাপনা করেন। উল্লেখ্য, বিআইজিডি ডিআইএমএপিপিপি-এর অধীনে সিপিটিইউ’র নিযুক্ত পরামর্শক হিসাবে বিগত চার বছরে ৪৮টি উপজেলায় নাগরিক সম্পৃক্ততার কার্যক্রম বাস্তবায়ন করেছে।
প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন , ই-জিপি ডিজিটাল বাংলাদেশের প্রয়াসে একটি বড় ভূমিকা রেখেছে।