শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
জাপান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড জেবিসিসিআই জেসিআইএডি ও জেট্রো
জাপান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড জেবিসিসিআই জেসিআইএডি ও জেট্রো

জাপান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড জেবিসিসিআই জেসিআইএডি ও জেট্রো

প্রতিষিদ্ধ ডেস্ক
প্রকাশের সময় : May 29, 2023 | অর্থনীতি

আওয়ার শেয়ারড এস্পিরেশনস: এক্সেলারেটিং দ্য জাপান-বাংলাদেশ স্ট্যাটেজিক পার্টনারশিপ সংক্রান্ত এক সভার আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টাড। জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই্), জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এসোসিয়েশন ইন ঢাকা (জেসিআই্এডি, শো-কো-কাই) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর সহযোগিতায় সম্প্রতি এ সভার আয়োজন করা হয়।

সভায় বেসরকারি খাত ও চেম্বার অব কমার্সের সিনিয়র স্টেকহোল্ডারবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং সরকারের প্রতিনিধিবৃন্দ একত্রিত হয়ে জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে একটি রোডম্যাপ গঠনের গুরুত্ব সংক্রান্ত আলোচনা করেন। 


বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গঠনের মাধ্যমে দুই দেশের সুদীর্ঘ বন্ধুত্ব আর দৃঢ় হচ্ছে এবং অর্থনৈতিক সহযোগিতা ও জ্বালানি বৃদ্ধিতে ইতবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সভায় অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই অর্থায়নের অগ্রগতি ও উন্নয়ন সহজতর করতে সকল বোর্ড সদস্যদের সহযোগিতার আহবান করা হয়। বাংলাদেশে বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগে আকর্ষণ করতে দেশের অন্যতম বৃহৎ বিদেশী বিনিয়োগকারী হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিভিন্ন সুযোগ- সুবিধা প্রদানে কেমন ভূমিকা রাখছে সভায় সেটি তুলে ধরা হয়।

প্রতিষিদ্ধ/এমএএম