শনিবার, এপ্রিল ২০, ২০২৪
বাজেটে দাম বাড়বে যেসব পণ্যের 
বাজেটে দাম বাড়বে যেসব পণ্যের। প্রতীকী ছবি

বাজেটে দাম বাড়বে যেসব পণ্যের 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : May 31, 2023 | অর্থনীতি

২০২৩-২৪ অর্থবছরের বাজেটের সম্ভাব্য পরিধি ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার মতো ধরা হবে বলে ধারণা করছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। দেশের জিডিপির আকৃতি ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা করা হচ্ছে। মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৬ শতাংশের মধ্যে আটকে রাখার পরিকল্পনা করছে অর্থমন্ত্রীর। বাজেটে জনগণ থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। যেখানে জাতীয় রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

আইএমএফের শর্ত পূরণ ও জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প রক্ষা করার জন্য ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে বিভিন্ন পণ্যের শুল্ক ও কর বৃদ্ধি কিংবা ছাড়ের প্রস্তাবনা আসবে। উল্লেখ্য কারণে সার্বিকভাবে কিছু পণ্যের দাম বাড়তে পারে।

গাড়ি

দামি গাড়িতে নতুন করে বৃদ্ধি হতে পারে। ফলে দামি গাড়ির আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ২০০১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ি আমদানিতে এখন ২০০ শতাংশ সম্পূরক শুল্ক ধরা হয়। যেটা বাড়িয়ে ২৫০ শতাংশ এবং ৩০০১ থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫০০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে।

নির্মাণ সামগ্রী

সম্প্রতি  রড, সিমেন্ট, ইট ও অন্যান্য পণ্যের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে। যার কারণে বিভিন্ন প্রকল্পের কাজ ৫০-৬০ শতাংশ সম্পন্ন হয়ে থেমে গেছে। ক্রমাগত নির্মাণ সামগ্রীর দাম বাড়তে থাকার মধ্যেই সিমেন্টের কিছু পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হতে পারে আগামী বাজেটে।

ভূমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) অঞ্চলে জমি নিবন্ধনের ট্যাক্স বিদ্যমান ৩ শতাংশ ও ৪ শতাংশ থেকে বেড়ে যথাক্রমে ৪ শতাংশ ও ৫ করা হবে। এছাড়া ফ্ল্যাট বিক্রিতে বিদ্যমান ট্যাক্স বাড়ানো হতে পারে। 

সিগারেট

প্রতিবছরের ন্যায় এবারও সব ধরনের সিগারেটের দাম বাড়ানো হবে। নিম্নস্তরের এক প্যাকেট (২০ শলাকার) সিগারেটের দাম ৯০ টাকা, মধ্যম স্তরের  ১৩৪, উচ্চস্তরের ২২৬ এবং অতি উচ্চস্তরের সিগারেটের দাম ৩শ টাকারও বেশি ধরা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে জর্দা-গুলের দামও বাড়বে। তবে অপরিবর্তিত থাকবে বিড়ির দাম।

বাসমতি চাল

দেশে ধনীদের চাল হিসেবে খ্যাতি পাওয়া বাসমতি চাল আমদানিতে ভ্যাট বসানো হবে। এতে চালের দাম বেড়ে বিরিয়ানি কিংবা কাচ্চির দামও বাড়তে পারে।

কাজুবাদাম

কাজুবাদাম আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ করা হচ্ছে। তবে দেশে বাদাম চাষকে উৎসাহিত করতে এর দাম বাড়ানো হবে বলে জানা যায়।

 

এছাড়াও সিলিন্ডার, মোবাইল, প্লাস্টিক পণ্য, খেজুর, আঠা, চশমা, কলম, ওভেন, বিদেশি টাইলস, সাইকেল ইত্যাদির দাম বাড়তে পারে।

 

প্রতিষিদ্ধ/ওএফসি